দেশে করোনা ভ্যাকসিনের কোন ঘাটতি নেইঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি বলেছেন দেশে করোনা ভ্যাকসিনের কোন ঘাটতি নেই। প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিনের ব্যবস্থার পাশাপাশি দেশের ১শ’ হাসপাতালে কেন্দ্রীয় ভাবে অক্সিজেনের ব্যবস্থা করেছেন। সেই সাথে ১ হাজার ২শ’ আইসিইউ বেডের স্থাপন করে ৫টি করোনা হাসাপাতাল নির্মাণ করা হয়েছে।
সকালে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের প্রয়াত সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদারের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে তার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও আত্মার মাগফিতরাত কামনা করে দোয়া শেষে দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন।