দেশে করোনা শনাক্তের ২৯৬তম দিনে ২৭তম স্থানে আছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
দেশে করোনা শনাক্তের ২৯৬তম দিনে ২৭তম স্থানে আছে বাংলাদেশ। গত ২৪ ঘন্টায় করোনায় আরো মারা গেছে ২৭ জন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৪৭৯ জনে ।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে গত ২৪ ঘন্টায় দেশের ১৬৭টি পরীক্ষাগারে ১২ হাজার ৬১৭ নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত আরও ৯৩২ জন। দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ১০ হাজার ৮০ জন ।বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৩ হাজার ৩১৮ জন এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৩৯ শতাংশ, মোট শনাক্তের হার ১৬ দশমিক ০২ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৮৭ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।