দেশে করোনা সংক্রমণ আবারো আশঙ্কাজনকভাবে বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে করোনা সংক্রমণ আবারো আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করেছে। এ অবস্থায় জনসমাগম এড়ানো ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সারাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। করোনার চিকিৎসা সেবা অব্যাহত রাখতে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।
রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বৃহস্পতিবার কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
গেলো কয়েকদিনে দেশের করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংক্রমণের হার কমতে দেখা গেলেও বর্তমানে আবারো আশঙ্কাজনকভাবে বাড়ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার চিকিৎসা অব্যাহত রাখতে আবারো সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে সরকার।
এছাড়া জুন মাসের আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে ১ কোটি ৯ লাখ ভ্যাকসিন বাংলাদেশে আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।