দেশে ক্রমান্বয়ে ইলিশের উৎপাদন বাড়ছে
- আপডেট সময় : ০১:৪১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
অভয়াশ্রম বাস্তবায়নে দেশে ক্রমান্বয়ে ইলিশের উৎপাদন বাড়ছে। প্রজনন মৌসুমে মা ইলিশের ডিম ছাড়ার হার এবছর দশমিক ৫ভাগ বেড়ে ৫১.৭ ভাগ ছাড়িয়েছে বলে জানিয়েছেন ইলিশ গবেষকরা। গবেষকরা বলছেন অভয়াশ্রমে নজরদারি বাড়ানোয় মা ইলিশ নদীতে এসে ডিম ছাড়ার সুযোগ পেয়েছে। ফলে গেলো বছরের চেয়ে এবছর সাড়ে ৮শ’ কোটির অধিক ইলিশের পোনা যুক্ত হবে বলে জানান গবেষকরা।
ইলিশ উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২দিন ইলিশ অঞ্চলের ৭ হাজার বর্গকিলোমিটার জলসীমায় ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা ছিলো। জেলেরা বলছে, অভিযানে কঠোর অবস্থানে ছিলো প্রশাসন। ফলে এবছর ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে। সামনে জাটকা রক্ষা অভিযান সফল হলে আগামীতে নদীতে ইলিশের পরিমাণ বাড়বে বলে দাবি তাদের। অল্প সংখ্যক অসাধু জেলে ছাড়া বেশির ভাগ জেলেই এবার মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল করতে সহযোগিতা করেছেন। তাই ইলিশ উৎপাদন অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন মৎস্য বনিক সমিতির এ নেতা।
ইলিশ গবেষকরা বলছেন, অভয়াশ্রম কার্যক্রমে সরকারি তদারকি বৃদ্ধির কারণে সাগর থেকে মা ইলিশ নদীতে ডিম ছাড়ার সুযোগ পেয়েছে। যে কারণে ক্রমাগত বাড়ছে মা ইলিশের প্রজনন হার, এতে বাড়বে ইলিশ। বিগত বছরের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানালেন এ ইলিশ গবেষক।