দেশে খাদ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে: পরিকল্পনামন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
ইউক্রেন-রাশিয়ার শস্য রফতানি চুক্তি বাতিল কিংবা ভারতের চাল রফতানি নিষেধাজ্ঞায় শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বলেন, দেশে খাদ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে খাদ্য নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দু’দিন ব্যাপী এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার ও কৃষি খাদ্য ব্যবস্থা শীর্ষক সেমিনারের আয়োজন করে রাইট টু ফুড বাংলাদেশ।
অনুষ্ঠানে রাইট টু ফুড বাংলাদেশের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমেদ খাদ্য নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ বিশ্বের ১০টি সর্বোচ্চ খাদ্য উৎপাদনকারী দেশের একটি।
দেশে খাদ্যশস্যের মজুত পরিস্থিতি তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, খাদ্য নিয়ে বৈশ্বিক সংকট থাকলেও এ মুহূর্তে বাংলাদেশের কোনো শঙ্কা নেই।
বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিংবা ভু-রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি না হলে, দেশে কোন খাদ্য ঘাটতি হবে না বলে দাবি করেন এম এ মান্নান।