দেশে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব নয় : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:০০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব না। তিনি আরও বলেছেন, খালেদা জিয়া যেসব রোগে আক্রান্ত, সেগুলোর চিকিৎসার জন্য মানসম্মত হাসপাতাল নেই দেশে। ফলে দেশের বাইরে নিয়েই তার চিকিৎসা করতে হবে।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর স্মরণসভায় যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এতে অংশ নিয়ে তিনি বলেন, ই কমার্সের নামে সাধারণ মানুষের টাকা আত্মসাতের সাথে সরকারের ঘনিষ্টজনরা জাড়িত। সাধারণ মানুষ লাখ লাখ টাকা হারিয়ে এখন পথে বসেছে।
নিত্যপন্যের দাম এখন লাগাম ছাড়া। পন্যের দাম বার বার বাড়িয়ে নিম্ন ও মধ্যবিত্তের পকেট খালি করা হচ্ছে বলে জানান বিএনপি মহাসচিব ।
বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বিদেশে নেয়া প্রয়োজন। বিদেশ যাত্রায় সরকারকে সহযোগীতার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণতন্ত্রহীন অবস্থায় দেশে এখন ক্রান্তিকাল চলছে। গেল ৫০ বছরের ইতিহাসে যা হয়নি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।