দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ডাক দেবার আগে বিএনপিকে নিজ দলে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান কাদেরের
- আপডেট সময় : ০৮:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ডাক দেবার আগে বিএনপিকে নিজ দলে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বক্তৃতা-বিবৃতি আর গুজব-অপপ্রচার চালিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ের এ কথা বলেন ওবায়দুল কাদের। এদিকে রাজধানীতে আলাদা এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তন থেকে রক্ষা পেতে দেশে নদীরক্ষার কোন বিকল্প নেই।
সরকারি বাসভবনে সম-সাময়িক বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।
এ সময় তিনি বলেন, নির্বাচনের পথে না হেঁটে ক্ষমতায় যেতে নানা অগণতান্ত্রিক পথ খোঁজা বিএনপির পুরনো অভ্যাস ।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি পর্দার আড়ালে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী, তারাই ক্ষমতার জন্য অপকৌশল ও দেশবিদেশে বিভিন্ন খেলা খেলছে।
এদিকে বঙ্গবন্ধু ও নদীমাতৃক বাংলাদেশ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বেপরোয়া খাল দখলকারিদের রুখতে নান পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
বঙ্গবন্ধু’র স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নদী রক্ষায় কোন বিকল্প নেই বলে জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ।