দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা
- আপডেট সময় : ০৫:০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
দেশে করোনা শনাক্ত কম হলেও পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। বিভিন্ন দেশে করোনা আক্রান্ত বাড়ার সাথে সাথে পরীক্ষা বাড়ানো হলেও গেল দশ দিন বাংলাদেশে করোনা পরীক্ষার সংখ্যা কমেছে।
২৪ ঘণ্টায় নতুন করে ১২ হাজার ৮৮৯টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ৯৬ হাজার ৩২৩ জনে। আর করোনাভাইরাস ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৪৯৬ জনে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। ব্রিফিংয়ে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৪০ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৬৩ জন। এসময় করোনা থেকে সুরক্ষা পেতে ধুমপান ও মদপান থেকে বিরত থাকার আহ্বানও জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।