দেশে দুর্নীতি এতো বেশি যে, তা দুদকের একার পক্ষে দমন করা সম্ভব না
- আপডেট সময় : ০৪:৪৮:০২ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
দেশে দুর্নীতি এতো বেশি যে, তা দুদকের একার পক্ষে দমন করা সম্ভব না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনেরে চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে রাজধানীতে ডিএমপি কার্যালয়ে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এসময় ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, লোভে পড়লে শুধু ব্যক্তিস্বার্থ অর্জন হয়। কিন্তু লোভকে সামলানো গেলে দেশের স্বার্থ অর্জন করা যায়।
দুর্নীতি দমন কমিশন- দুদক এবং পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি’র যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
এতে দুদক চেয়ারম্যান বলেন, দেশের প্রতি সবার দায়বদ্ধতা না থাকলে, কিছুই করা যাবেনা। তিনি দুর্নীতির ভয়াবহতার কথা উল্লেখ করে, এ ব্যাপারে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর জোর দেন।
এসময় ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, প্রযুক্তি প্রতিনিয়ত এগিয়ে যায়। তাই যারা প্রশিক্ষণ নেবেন, তাদেরকে প্রযুক্তির সাথে হালনাগাদ থাকার পরামর্শ দেন।
এসময় কাউন্টার টেরিরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম প্রশিক্ষণে বিভিন্ন বিষয় সম্পর্কে কথা বলেন।