দেশে দুর্ভিক্ষের আলামত স্পষ্ট দায় নিতে হবে সরকারকে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নীরব দুর্ভিক্ষ ছাপিয়ে দেশে এখন সর্বাত্মক সংকটের আলামত স্পষ্ট। দুর্ভিক্ষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকেই সব দায় নিতে হবে। রংপুরের সমাবেশ এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে আর কোন নির্বাচন নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
রংপুর কালেক্টরেট মাঠে বিভাগীয় গণসমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে বলেন, সরকার বিএনপির জনপ্রিয়তাকে ভয় পেয়ে পরিবহণ ধর্মঘটের নাটক সাজিয়েছে। হাজারো প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপিকে আর দমিয়ে রাখা যাবে না।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ভোট চুরি করে ক্ষমতায় এসেছে তাই এ সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নিবেন না বিএনপি। তিনি আরও বলেন, দেশে অভাব দেখা দিয়েছে। শতকরা তিরিশ জন মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করছে।
বিভাগীয় সমাবেশ চলাকালে দিনাজপুর কাহারোল উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সমাবেশস্থলে মারা গেলে কিছু সময়ের জন্য সমাবেশস্থলে শোকের ছায়া নেমে আসে।
সমাবেশে নেতারা আগামী ১০ ডিসেম্বরের ঢাকার মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীদের আহ্বান জানান।