দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির ভয়াবহ রূপ
- আপডেট সময় : ০৮:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রায় প্রতিদিনই ভাঙ্গছে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড। এরই মধ্যে ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড ছুঁয়েছে ২৩০ এবং শনাক্ত পৌঁছেছে প্রায় ১৪ হাজারের কাছাকাছি। বেশ কয়েকটি জেলায় আইসিইউ ও অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর ঘটনা বাড়ছে। এমন অবস্থায় যথাযথ চিকিৎসা না পেয়ে জেলার রোগীরা ঢাকায় ছুটে আসায় রাজধানীর হাসপাতালগুলোতেও সংকট বাড়ছে। অধিকাংশই রোগীই প্রথমে সরকারি করোনা ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ’র জন্য ছুটছেন।
প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমন এবং রোগির সংখ্যা। হাসাপাতাল গুলোতে মুহূর্ষ রোগীরা ছুটে আসছেন চিকিৎসার জন্য। হঠাৎ করে রোগীর সংখ্য হু হু করে বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা সেবায় নিয়োজিতরা হিমশিম খাচ্ছেন। । মহাখালীর করোনা হাসপাতালে গিয়ে দেখা যায় রুগিদের ভীড়। আসন সংখ্যার তুলনায় রোগীর সংখ্যা বেশী। তার পরও সাধ্যমতো রোগীদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।
হাসপাতালটিতে বর্তমান ৫শ আইসিউ বেড রয়েছে। খুব শিগ্রী এ হাসপাতালে আরো ৫’শ আইসিউ বেড বাড়নোর জন্য কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ।
এ দিকে রাজধানীতে মানুষের চলাচল অনেক বেড়ে গেছে। অনেক সড়কে দেখা যায় যানজট । গণপরিবহণ ছাড়া সবই আছে সড়কে। ঢাকার রাস্তায় কঠোর বিধিনিষেদের মধ্যেও বাড়ছে সাধারণ মানুষের সমাগম এবং যাতায়াত।