দেশে বিশ্বাসঘাতকতা ও সাম্প্রদায়িকতা শুরু হয়েছে জিয়ার আমলে : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
১৫ আগষ্টের পর ২১ আগষ্টের ঘটনা আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রাজনৈতিক দেয়াল তৈরি করে দিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শোক দিবসের আলোচনায় ভার্চুয়াল বক্তব্যে এ মন্তব্য করে তিনি আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন ভাগ্যক্রমে মুক্তিযোদ্ধা।
আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বুধবার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
১৫ আগস্টের হত্যাকান্ডে জিয়াউর রহমানের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে বিশ্বাস ঘাতকতা ও সাম্প্রদায়িকতা শুরু হয়েছে তার আমল থেকেই।
বিএনপি মহাসচিবের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ আরো বলেন, করোনা গোটা বিশ্বকে বদলে দিলেও বদলায়নি বিএনপি।