দেশে মাথাপিছু ঋণের বোঝা এখন ৮০ হাজার টাকারও বেশি : ড. বারকাত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
দেশের জনগণের মাথাপিছু ঋণের বোঝা এখন ৮০ হাজার টাকারও বেশি। অথচ, ৯৮ শতাংশের বেশি মানুষ এই ঋণের সুবিধাভোগী নন বলে মন্তব্য করেছেন অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত।
সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে এ সব কথা বলেন তিনি। ডক্টর বারকাত আরো বলেন, ব্যাংকিং ব্যবস্থার নৈরাজ্য থামাতে না পারায় বড় বড় ঋণ কেলেঙ্কারি হচ্ছে। যার দায় নিতে হচ্ছে সাধারণ মানুষকে। এই অবস্থা থেকে উত্তরণে সবক্ষেত্রে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে সরকারকে। এছাড়া, করোনার ভ্যাকসিন তৈরি নিয়ে নেতিবাচক রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক লুটপাট চলছে বলেও অভিযোগ করেন তিনি। ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন।