দেশে মাদকাসক্তদের তুলনায় পর্যাপ্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র অপ্রতুল
- আপডেট সময় : ০২:০০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
দেশে মাদকাসক্তদের তুলনায় পর্যাপ্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র অপ্রতুল। মাদকাসক্তদের অপরাধী সাব্যস্ত না করে মানবিক আচরণের পরামর্শ বিশেষজ্ঞদের। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, মাদকসেবীদের চিকিৎসার আধুনিকায়ন করা হচ্ছে। সে লক্ষ্যে সব নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তাদের কাউন্সেলিং করানো হচ্ছে বলে জানান তিনি।
মাদকের চাহিদা কমাতে না পারায় দেশে একদিকে যেমন সরবরাহ বাড়ছে, অন্যদিকে বেড়েই চলেছে মাদকাসক্তদের সংখ্যা।
মাদকের থাবার বড় শিকার কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ-তরুণীসহ উঠতি বয়সী নানা শ্রেণী-পেশার মানুষ।
মাদকাসক্তিরা চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলেও নিরাময় কেন্দ্রগুলো পরিনত হয়েছে মৃত্যুফাঁদে। ১/১২ টি ছাড়া বাকি কেন্দ্রগুলোর মান নিয়েও প্রশ্ন উঠেছে।
সম্প্রতি ঢাকার আদাবরে দালালদের মাধ্যমে একটি বেসরকারী নিরাময় কেন্দ্রে চিকিৎসার নামে পুলিশ কর্মকর্তা আনিসুল করিমকে পিটিয়ে হত্যা করা হয়। এসব মাদকাসক্তির কারণে পরিবার, সমাজ ও রাষ্ট্র– অর্থনৈতিক ও সামাজিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, মাদকাসক্তদের চিকিৎসায় দেশে সরকারী ৪টিসহ মোট ৩শ ৭০টি কেন্দ্রে, বিগত ৫ বছরে প্রায় ৩ লাখ রোগীর চিকিৎসা হয়েছে, যার মধ্যে সরকারী কেন্দ্রে ১ লাখ ১০ হাজার আর বেসরকারী কেন্দ্রে ১ লাখ ৭৮ হাজার।
রাজধানীর শ্যামলীতে আহসানিয়া মিশন নারী চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন এক তরুনী এক মাদকাসক্তি চিকিৎসা ন নিরাময়ে কেন্দ্রের এক মাদকাসক্তি
চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসার মান আধুনিকায়ণে কাউন্সেলিং করতে আসা কর্মকতারা তুলে ধরেন চিকিৎসা ব্যবস্থার কথা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফেরাতে কাজ করছে সরকার।মাদকসক্তিদের চিকিৎসায় সরকারের আরো নজরদারি বাড়ানোর পাশাপাশি আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ে টান্সফোর্স গঠনের তাগিদ দেন বিশেষজ্ঞরা। সামাজিক এ ব্যাধি থেকে মুক্তি পেতে সবাইকে সহানুভূতির হাত বাড়িয়ে দেয়ার পরামর্শ বিশ্লেষকদের।