দেশে মূল্যস্ফীতি বেড়েছে, মানুষের আয় কমেছে : জি এম কাদের
- আপডেট সময় : ০৬:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশে মূল্যস্ফীতি বেড়েছে, মানুষের আয় কমেছে। বেকারত্ব বাড়ার সঙ্গে সঙ্গে রিজার্ভ কমেছে। টাঙ্গাইলে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের আগে রাইফেল ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, জাতীয় পার্টি দেশ ও জাতির কল্যাণে কাজ করছে। নির্বাচনকালীন সরকারের প্রস্তাব কোথাও থেকে পাওয়া যায়নি। তবে বর্তমান শাসন পদ্ধতি এমন ভাবে করা হয়েছে, যেখানে শতকরা ১০০ ভাগ শক্তি প্রধানমন্ত্রীর হাতে। সেখানে নির্বাচন কালীন মন্ত্রী বা সংসদে কে কতটা আসন পেল, সেটি বিষয় নয়। তিনি বলেন, নির্বাচন কালীন সময় আসতে এখনও অনেক সময় আছে। এ সময় অনেক ঘটনা প্রবাহ ঘটতে পারে বলে আশঙ্কা করছি। দলীয় নেতাকর্মী ও জনগণের প্রত্যাশা এবং নীতিনির্ধারক মহল থেকে সব পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিবে জাতীয় পার্টি।