দেশে যে কোনো সময় ভয়াবহ সংকট হতে পারে অক্সিজেনের
- আপডেট সময় : ০১:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
করোনা বাড়ায় দেশে বেড়েছে অক্সিজেনের চাহিদা। কিন্তু ভারতেও করোনার কারণে অক্সিজেনের চাহিদা বাড়ায় বাংলাদেশ আর আগের মতো অক্সিজেন আমদানী করতে পারছে না। ফলে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে ভয়াবহ অক্সিজেন সংকটের আশংকা করছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে এ আশঙ্কার কথা জানিয়ে অক্সিজেন আমদানীকারী প্রতিষ্ঠানগুলো বিকল্প উৎসে যোগাযোগের পরামর্শ দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে কয়েকটি বিকল্প উৎসের সাথেও যোগাযোগও শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
করোনা পরিস্থিতিতে দেশে বর্তমানে অক্সিজেনের চাহিদা বেড়ে দাঁড়িয়েছে দেড়শ’ টনে। এরমধ্যে লিন্ডে ৮০ টন ও স্পেক্টা সরবরাহ করছে ৩৮ টন। তবে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে স্বাস্থ্য অধিদপ্তর ৩টি নতুন উৎসের সঙ্গে যোগাযোগ করেছে। এ সব উৎস থেকে পাওয়া যাবে মোট ৭৫ টন। তবে দিনে দিনে এই চাহিদা আরও বাড়তে পারে। কারণ, হাসপাতালগুলোতে প্রতিদিনই অক্সিজেনের চাহিদা বাড়ছে।
এমন পরিস্থিতিতে ভারত থেকে আসা অক্সিজেনেও টান পড়েছে। ফলে চাহিদা মতো সরবরাহ পাচ্ছে না আমদানিকারকরাও।
এদিকে, মুমূর্ষু রোগীদের জীবনরক্ষাকারী অক্সিজেন বেনাপোল স্থলবন্দর থেকে খালাস করতে দীর্ঘসময় লাগছে বলে অভিযোগ করেছেন সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মীরা । এছাড়া লকডাউনের মধ্যে বেনাপোল থেকে ঢাকা যেতে পথে পথে পড়তে হচ্ছে বাধার মুখে।
তবে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় বিশেষ সুবিধা দিয়ে অক্সিজেনের গাড়িগুলো ছাড় করা হচ্ছে বলে জানান বেনাপোল কাস্টমসের এই কর্মকর্তা।
বেনাপোল কাস্টম হাউজ কর্তৃপক্ষ জানায়, গেল ফেব্রুয়ারিতে ভারত থেকে অক্সিজেন এসেছে এক হাজার ১৭০ মে.টন, মার্চে এক হাজার ২৪৬ মে.টন ও চলতি মাসে ২১এপ্রিল পর্যন্ত এক হাজার ৪৮ মে.টন।