দেশ ও উন্নয়নের শত্রুদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তথ্যমন্ত্রীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
দেশ ও উন্নয়নের শত্রুদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজিত মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই পরামর্শ দেন তিনি। এসময় ‘বঙ্গবন্ধুর অপ্রতিরোধ্য জনপ্রিয়তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে দেশ ও প্রগতির শত্রুরা তাকে হত্যা করেছে বলেও জানান তথ্যমন্ত্রী। এছাড়া তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জনপ্রিয়তা ও অদম্য গতিতে উন্নয়নকে যারা সহ্য করতে পারে না, তারাই রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।