দেশ ও জনগণের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে সব রাজনৈতিক দলকে আহ্বান: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০২:৩১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
কাঁদা ছোঁড়াছুঁড়ি না করে দেশ ও জনগণের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে বিএনপিসহ সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং এ কথা বলেন তিনি ।
ওবায়দুল কাদের বলেন, করোনা মোকাবিলায় ঐক্যই মূলশক্তি। করোনার এই সংকটে বিএনপিকে দায়িত্বশীল ভুমিকা পালনেরও আহবান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ঘূর্ণিঝড় আম্পনের সম্ভাব্য আঘাত এবং ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সংশ্লিষ্ট বিভাগগুলো ইতিমধ্যেই সব প্রস্তুতি নিয়েছে। উপকূলীয় জেলার জনসাধারণকে সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী । কলকারখানার শ্রমিক এবং করোনা সংকটে ফ্রন্টলাইনের যুদ্ধে অংশ নেয়া সাংবাদিকদের বেতনভাতা ঈদের আগেই পরিশোধ করার জন্য মালিকদের প্রতি আহবান জানান। পাশপাশি বেসরকারি হাসপাতাল,ক্লিনিক স্বাস্থ্য সেবায় অতি উচ্চমূল্য না নিয়ে জনস্বার্থে তা সহনীয় পর্যায়ে রাখার অনুরোধ জানান ওবায়দুল কাদের