দেশ চরম দেউলিয়াত্বের মুখে : রুহুল কবির রিজভী
- আপডেট সময় : ০৮:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
বিরোধী দলীয় নেতাকর্মীদের কারাগারে রেখে সরকার ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। আর দেশ চরম দেউলিয়াত্বের মুখে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঋণ খেলাপির সংখ্যা দিন দিন আশংকাজনক হারে বাড়ছে বলেও দাবি করেন তিনি। সকালে রাজধানীর বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তারা।
সরকারের পদত্যাগ ও নেতাকর্মীদের মুক্তির দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে দ্বিতীয় দিনে রাজধানীতে লিফলেট বিতরণ করে বিএনপি। সকালে রাজধানীর গুলশানে গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বিশ্ববিদ্যালয়ে বিকৃত রুচির চর্চা করছে ছাত্রলীগ। এরপরে পল্টন কালভার্ট রোড এলাকায় কৃষকদলের একই কর্মসূচিতে রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে জনগণকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। একই দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে লিফলেট বিতরণ করে বেগম সেলিমা রহমান। এসময় সেলিম রহমান জানান, সরকারের পতন পর্যন্ত আন্দোলন চলবে। ক্ষমতায় দীর্ঘায়িত করতে বিএনপি নেতাকর্মীদের সরকার জেলে আটক করে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।