দেশ নয়, কঠিন সমস্যায় আছে বিএনপির রাজনীতি: ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
দেশ নয়, কঠিন সমস্যায় আছে বিএনপির রাজনীতি, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ সচিবালয়ে তাঁর নিজ দপ্তরে ব্রিফিংকালে একথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি বিএনপির ফ্যাসিবাদী রাজনৈতিক চরিত্রেরই বহিঃপ্রকাশ।
বিএনপির রাজনীতি এখন জনমানুষের আস্থা ও বিশ্বাসের শেকড় থেকে বিচ্ছিন্ন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তারা গনতন্ত্রের কথা মুখে যতই বলুক বিএনপিই গনতন্ত্রের এগিয়ে যাওয়ার পথকে বাধাগ্রস্ত করছে নানা কৌশলে। এসময় তিনি আরো জানান, সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করা হবে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলেও জানান তিনি।