দেশ বাঁচাতে মেহনতী মানুষের পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপির

- আপডেট সময় : ০৯:২৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
আগামী ১৫ জুলাই থেকে দেশের ছয় জেলা শহরে দেশ বাঁচাতে মেহনতী মানুষের পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপির চার সহযোগী সংগঠন।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা ধংস করেছে সরকার। বাণিজ্যমন্ত্রীর কথাই প্রমাণ করে সরকারের লোকেরাই সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। বাজেট নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন দাবি করে রিজভী বলেন, শুধুমাত্র যেসব পুলিশ কর্মকর্তা অতি উৎসাহী হয়ে বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে-হামলা করছে, তাদের তালিকা করছে বিএনপি। এই নামের তালিকা বিভিন্ন মানবাধিকার সংগঠনে পাঠানো হচ্ছে।