দেশ-বিদেশে সরকারের উন্নয়নের প্রশংসায় বিএনপি কষ্ট পায় : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:২৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
দেশ-বিদেশে সরকারের উন্নয়নের প্রশংসায় বিএনপি কষ্ট পায়। এমন মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বাসভবন থেকে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় পদ্মা সেতু নির্মাণের অগ্রগতির তথ্য তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গনমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপি মহাসচিবের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সত্য লুকানো আর অসত্যের সাথে সখ্যতা বিএনপির পুরনো অভ্যাস।
এরআগে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে, পদ্মা সেতু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ কাজের অগ্রতির বিস্তারিত তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
২০২২ সালের জুন মাসে নির্মাণ শেষে যান চলাচলের জন্য পদ্মাসেতু উন্মুক্ত করা হবে বলেও জানান, ওবায়দুল কাদের।