দোষারোপ আর হীন রাজনৈতিক বক্তব্য থেকে বেরিয়ে আসতে পারেনি বিএনপি : ড. হাছান মাহমুদ
- আপডেট সময় : ০৭:৫৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
কর্মস্থলে ফিরতে ঈদ পরবর্তী জনস্রোতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশংকা করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে দেয়া ব্রিফিংয়ে এ আশংকার কথা জানান তিনি। এদিকে, শুক্রবার বিএনপি মহাসচিবের দেয়া বক্তব্যের কড়া সমালোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার সকালে সরকারি বাসভবনে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।করোনা সংক্রমণে রোধে সরকারের সর্বাত্মক চেষ্টায় কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে উল্লেখ করে সকলকে বিধিনিষেধ মেনে চলার আহবান জানান তিনি।
এদিকে, সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে, গেল একযুগ ধরে বিএনপি নেতাকর্মীরা ঈদ করতে পারেনি, মহাসচিবের এমন বক্তব্যের জবান দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।পবিত্র ঈদের দিনও দোষারোপ আর হীন রাজনৈতিক বক্তব্য থেকে বেরিয়ে আসতে পারেনি বিএনপি।