দৌলতদিয়া ঘাটের দুইটি সংযোগ সড়কে পানি ওঠায় চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা
- আপডেট সময় : ০৬:১৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের দক্ষিণ পশ্চিমঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের দুইটি সংযোগ সড়কে পানি ওঠায় চরম ভোগান্তিতে পড়ছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
দৌলতদিয়া প্রান্তের ৬টি ফেরি ঘাটের দুইটি ঘাট গত বছরের বর্ষায় ভাঙ্গনের কবলে পড়লে এক বছরেরও তা সচল করতে পারেনি কর্তৃপক্ষ।এছাড়া বাঁকী ৪টি ঘাটের সচল থাকলেও পদ্মার নদীর পানি বৃদ্ধিতে ৩ ও ৬ নম্বর ঘাট দিয়ে যানবাহন ও যাত্রী ওঠা নামায় ব্যাঘাত ঘটছে। এছাড়া রাস্তার পানিতে ঘটছে দূর্ঘটনা এবং ৪ নম্বর ঘাটে ভিরছে মাত্র ১টি ফেরি ও ৫ নম্বর ঘাটের একটি পকেটে চলছে সংস্কার কাজ। এদিকে, ৩ ও ৬ নম্বর ঘাটের রাস্তার ভাঙ্গন ঠেকাতে বালুর বস্তা ফেলার কাজ কর ছে বিআইড ব্লিউটিচএ কর্তৃপক্ষ। এছাড়া পদ্মার তীব্র স্রোতে এক সপ্তাহের বেশি সময় ধরে ব্যাহত হচ্ছে দৌলত দিয়া-পাটু রিয়া নৌরুটে ফেরি চলাচল। ফলে প্রায় প্রতি দিনই দৌলত দিয়া প্রান্তে নদী পারের অপৌক্ষায় থাকছে যানবাহনের সিরিয়াল। তবে কুরবানির ঈদ উপলক্ষে পশুবাহি ট্রাক গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করছেন ঘাট কর্তৃপক্ষ। এছাড়া যাত্রীবাহি বাস ও অন্যান্য যানবাহনকে সিরিয়ালে পারা-পার হতে হচ্ছে।