দেড়শ বছরের মধ্যে সবচেয়ে তীব্র গরম অনুভূত হচ্ছে জাপানে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
তীব্র গরমে বিদ্যুতের ঘাটতি দেখা দিতে বলে সতর্কবার্তা দিয়েছেন সরকারি কর্মকর্তারা। তাই নাগরিকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে সরকার হিটস্ট্রোক এড়াতে এয়ার কন্ডিশন ব্যবহারের পরামর্শ দিচ্ছে।
আগামী কয়েকদিন তাপ অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। ১৯৫১ সালের পর জাপানে এবারই প্রথম বর্ষাকাল আগেভাগে শেষ হলো।
প্রচণ্ড গরমে হিটস্ট্রোকের ঘটনা বেড়েছে।
জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, এরমধ্যে অন্তত ৭৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জুন মাসকে সাধারণত জাপানের জন্য বর্ষাকাল হিসাবে বিবেচনা করা হয়।
তবে জাপান আবহাওয়া সংস্থা টোকিও এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে বর্ষা মৌসুমের সমাপ্তি ঘোষণা করেছে।
এই ঘোষণা স্বাভাবিকের চেয়ে ২২ দিন আগে এসেছিল।