দোকানপাট ও শপিংমল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশব্যাপী চলমান লকডাউনের মধ্যেই কাল থেকে সারাদেশে দোকান ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ২৫ এপ্রিল থেকে দোকানপাট ও শপিংমল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে অবশ্যই মানতে হবে করোনার বিধিনিষেধ। এর আগে লকডাউনে জরুরি সেবা ছাড়া বন্ধ রাখার নির্দেশ দেয়া হয় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে দূরপাল্লার বাস ও গণপরিবহনও।