দোয়া-দরুদ বাদ দিয়ে রীতিমতো নেচে গেয়ে কুষ্টিয়ায় এক মুসলমান যুবকের দাফন করা হয়েছে
- আপডেট সময় : ০১:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
দোয়া-দরুদ বাদ দিয়ে রীতিমতো নেচে গেয়ে কুষ্টিয়ায় এক মুসলমান যুবকের দাফন করা হয়েছে। এতে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলার কথিত এক পীর। তিনি প্রচার করছেন, দিনরাত হরি নামের সাথে গুরুর নাম যোগ করে নাচ-গান করাটাই হলো ধর্মের মূল দীক্ষা। এসব কথায় বিভ্রান্ত হচ্ছে এলাকার নানা বয়সী মানুষ। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।
ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৬মে মারা যায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরের পীর ভক্ত মহসিন আলীর ছেলে আঁখি। তাকে নেচে-গেয়ে দাফন করা হয়। এতে নেতৃত্ব দেন এলাকার কথিত পীর শামীম রেজা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিও ভাইরাল হয়েছে। এই ঘটনার প্রতিবাদ হলেও কেউ ব্যবস্থা নিচ্ছে না। প্রতিদিন পীরের খানকায় নারী-পুরুষের আসা-যাওয়া বাড়ছে।
কথিত পীর বেশ কিছুদিন আগে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান। এরপর ঢাকার কেরানীগঞ্জে গোলাম-এ-বাবা কালান্দার জাহাঙ্গীর সুরেশ্বরীর মুরিদ হওয়ার পর নিজ এলাকায় ফিরে আসেন।
লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানায়, প্রশাসন। অনৈসলামিক কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরণের বিশৃঙ্খলা ঘটার আশংকা করছে সাধারণ মানুষ।