দোয়া-মাহফিল করে তারা বুঝিয়েছে বিএনপি খুনীদের দল : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
জাতীয় শোক দিবসে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল করে তারা বুঝিয়েছে বিএনপি খুনীদের দল। রাজধানীতে এক আলোচনা সভায় এ কথা বলেন, তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।
জাতীয় শোকদিবস উপলক্ষে তথ্য ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা মানে স্বাধীন রাষ্ট্রকে হত্যা করা। অন্যায়কে প্রতিহত করে ন্যায় প্রতিষ্ঠার লক্ষেই ২১ গ্রেনেড হামলাকারীদের বিচার করা হয়েছে। একটি কমিশন গঠন করে বঙ্গন্ধুর বাকি পাঁচ খুনীকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।