দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল
- আপডেট সময় : ০৭:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
কাল বসছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এরই মাঝে প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। উদ্বোধনী দিনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এবার অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণে জাতিকে প্রাণবন্ত ও কার্যকর সংসদ উপহার দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। আর হুইপ নজরুল ইসলাম বাবু বলেন, এবারের সংসদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে তা প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে উত্তরণ সম্ভব। অন্যদিকে ‘গৃহপালিত বিরোধী দলের’ অপবাদ ঘোচানোর অঙ্গীকার করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু।
বিএনপিসহ বেশকিছু দলের বর্জনের মধ্যদিয়ে ৭ জানুয়ারি
অনুষ্ঠিত হয় দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
নির্বাচনের পর ১০ জানুয়ারি শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। নির্বাচিত সংসদ সদস্যদের ২২৩ জন আওয়ামী লীগ, ১১ জন জাতীয় পার্টি এবং স্বতন্ত্র ৬২ জন। এই ৬২ জনের ৫৯ জনই সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত।
শপথের পরদিন, ১১ জানুয়ারি বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত ৩৭ সদস্যের মন্ত্রিপরিষদ।
একাদশ সংসদের মেয়াদ ২৯ জানুয়ারি শেষে, ৩০ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৩টায় বসছে নতুন সংসদের প্রথম অধিবেশন।
শুরুতেই নির্বাচিত হবেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। প্রতিদ্বন্দ্বী না থাকায় স্পিকার হিসেবে আবার নির্বাচিত হচ্ছেন ড. শিরিন শারমিন চৌধুরী। আর ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু।
চিফ হইপ জানান, এরই মধ্যে শেষ হয়েছে অধিবেশনের প্রস্তুতি। চূড়ান্ত করা হয়েছে সংসদ সদস্যদের আসন বিন্যাস।
জনগনের প্রত্যাশা পুরনের চ্যালেঞ্জ উত্তোরণে সংসদ নেতা, প্রধানমন্ত্রীর উপর ভরসা রয়েছে বলে জানান হুইপ নজরুল ইসলাম বাবু।
আর কার্যকর বিরোধী দল হিসেবে নিজেদের তুলে ধরার চ্যালেঞ্জ গ্রহণের কথা জানান বিরোধী দলীয় চিফ হইপ।
কতোটা গণমানুষের আকাঙ্খা পূরণে সংসদ ভূমিকা রাখবে- তা সময় বলে দেবে।