দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারনায় প্রার্থীরা
- আপডেট সময় : ০৪:১৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- / ১৭৭০ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারনায় প্রার্থীরা। গণসংযোগে নেমে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ আসনের জন্য ভোট প্রার্থনা করেন। অনেক এলাকায় নেতাকর্মীদের হামলা ও হয়রানীর অভিযোগ তুলেছে স্বতন্ত্র প্রার্থীরা।
মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলার বালিয়াটির হাজিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বাদশ সংসদ নির্বাচনে পথসভা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি বলেন,ট্রেন পুড়িয়ে উন্নয়ন ও ভোট বন্ধ করা যাবে-না।
নাশকতা নয় উন্নয়ন- স্লোগানে নারায়ণগঞ্জ ৪-আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানসহ সারাদেশে নৌকার প্রার্থীদের জয়ী করতে ফতুল্লার থানা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী তিন উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-১ আসনে অভিযোগ ও পাল্টা অবিযোগের মধ্যে চলছে নির্বাচনের প্রচারণা।
প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরে সংসদ নির্বাচনের প্রার্থীরা। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও রাত-দিন ভোটারদের দ্বারে ঘুরছেন এবং ভোট প্রার্থনা করছে প্রার্থীরা।
চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থীদের ওপর হামলা বন্ধ না হলে নির্বাচনের দিন ভোটারের উপস্থিতি কম হতে পারে বলে আশংকা করছেন চট্টগ্রাম ১২ আসনের স্বতন্ত্র প্রার্থী শামসুল হক চৌধুরী। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ জানান।
জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২, সদর আসনে ট্রাক প্রতীকে সতন্ত্র প্রার্থী শাহ সারোয়ার কবীর সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেছে। এসময় বিভিন্ন এলাকায় থেকে নেতাকর্মীরা এসে গনসংযোগে অংশ গ্রহন করেন।
ভক্সপপ: শাহ সারোয়ার কবীর, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক
মুন্সীগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার কবিরের ট্রাক প্রতিকের পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়ছে।
বাগেরহাট শহরের হাড়িখালি, মুনিগঞ্জ, হরিণখানা, পুরাতন বাজার ও কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচার-প্রচারণা ও পথসভা করেন বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ তন্ময়।
কুমিল্লায় প্রচার প্রচারনায় ব্যাস্ত সময়পার করছেন প্রার্থীরা। নগরীর মোগল টুলি থেকে শুরু করে গাংচর, চকবাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেছে কুমিল্লা -৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার।
দিনাজপুর ৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকবালুর রহিম বলেছেন জনগণ এখন নির্বাচন মুখি এই জনগণকে আর আন্দোলন মুখী করা যাবে না। বর্তমান সরকারের উন্নয়নের সাফল্য গাথায় জনগণ একাত্মতা প্রকাশ করেছে।