দ্বিতীয়বারের মতো সেবা মাস শুরু করলো আরএফএল গ্রুপের জনপ্রিয় রঙের ব্র্যান্ড- রেইনবো
- আপডেট সময় : ১০:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ক্রেতাদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে দ্বিতীয়বারের মতো সেবা মাস শুরু করলো দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান- আরএফএল গ্রুপের জনপ্রিয় রঙের ব্র্যান্ড- রেইনবো।
সকালে ঢাকার বাড্ডার একটি হোটেলে সেবা মাস ২০২০ এর উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। আর এফএল কতৃপক্ষ জানান, সেবা মাসের আওতায় পুরো নভেম্বর ও ডিসেম্বরে ক্রেতারা রেইনবো পেইন্টসের সকল পণ্যের উপর ২৫ শতাংশ পযন্ত এবং পেইন্টিং সার্ভিস ও রঙ সম্পর্কিত হার্ডওয়ার পণ্যের উপর ৫ শতাংশ মুল্যছাড় পাবেন ক্রেতারা। এসময় রেইনবো পেইন্টসের শোরুম থেকে সর্বোচ্চ ছয় মাসের কিস্তিতে পণ্য কিনতে পারবেন। এছাড়া রেইবো পণ্য ক্রয় করে সেবা মাসে রেফেল ড্রয়ের মাধ্যমে ফ্রিজ, টিভিসহ অসংখ্য আকর্ষনীয় উপহার জেতার সুযোগ। সর্বোচ্চ পরিমান রেইনবোর পেইন্টস ক্রয়কারী পাবেন নেপাল ঘুরে আসার সুযোগ। অনুষ্ঠানে আরএফ এল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পালসহ উদ্ধতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।