দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার দাবিতে শাটল ট্রেনের লাইনের ওপর চবি শিক্ষার্থীদের বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার দাবিতে শাটল ট্রেনের লাইনের ওপর বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশনে এই কর্মসুচী পালন করে তারা।
শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে এইসএসসি পাশের পর দুই বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকলেও চলতি বছর থেকে এটা তুলে দিয়ে একবার পরীক্ষা দেয়ার নিয়ম চালু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে অনেক মেধাবী শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে অন্তত দুইবার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এদিকে রেল লাইনের ওপর বিক্ষোভের কারণে সকাল বেলার সাটল ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে এক ঘন্টা পড়ে ক্যাম্পাসে পৌছে।