উয়েফা নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্পেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
উয়েফা নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্পেন। এবার চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল। অন্য ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছে পর্তুগাল।
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২৪ মিনিটে ম্যাচে লিড নেয় স্পেন। মার্কো এসেনসিওর ক্রস থেকে বল জালে জড়ান সোলের। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করেও সফল হয়নি চেক প্রজাতন্ত্র। উল্টো ৭৫ মিনিটে আরও এক গোল হজম করে তারা। ফেরান তোরেসের ক্রস থেকে ব্যবধান ২-০ করেন সারাবিয়া। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে স্পেন। পর্তুগালের বিপক্ষে শুরুতেই লিড নেয় সুইজারল্যান্ড। প্রথম আক্রমনে সিলভান উইডমারের ক্রস থেকে হেডে গোল করেন সেফোরোভিচ। পরের সময়টায় ম্যাচে ফেরার একাধিক সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি পর্তুগাল। ব্যবধান বাড়াতে পারেনি সুইচরাও।