দ্বিতীয় ডোজ টিকা নিয়েও করোনা আক্রান্ত সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়েছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। কিছুদিন আগে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন তিনি।
বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক। শরীরে জ্বর অনুভূত হওয়ায় মঙ্গলবার রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা দেন। বুধবার তার পজেটিভ ফলাফল আসে। সেদিন রাতেই রামেক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। গেলো ৮ এপ্রিল রামেক হাসপাতালে সস্ত্রীক দ্বিতীয় ডোজ টিকা নেন ফজলে হোসেন বাদশা।