দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের ফেরি
- আপডেট সময় : ০১:৫৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
চ্যানেলে নাব্য সংকটে আজো বন্ধ রয়েছে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। পদ্মায় তীব্র স্রোতের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে নৌ-কর্তৃপক্ষ।এদিকে, পাটুরিয়া- দৌলতদিয়ায় বাড়িত চাপ; পারাপরের অপেক্ষায় কয়েকশ’ যানবাহন।
তীব্র স্রোত ও নাব্য সংকটে দ্বিতীয় দিনের মতো সিদ্ধান্ত কার্যকর করে বন্ধ আছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের ফেরি। নাব্য সংকট প্রকট হওয়ায় সোমবার সকাল থেকে এই নৌরুটে সকল ফেরি চলাচল আবারও বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সে সিদ্ধান্ত আজো কার্যকর আছে। তবে ওই রুটে চলছে স্পীডবোট ও লঞ্চ।
তবে, পাটুরিয়া- দৌলতদিয়ায় শতশত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ থাকায় দক্ষিণ- পশ্চিম অঞ্চলের ২১টি জেলার মানুষ এ নৌরুট ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। ফলে দুই পাড়েই বাড়ছে যানবাহনের দীর্ঘ সারি। দুর্ভোগও চরমে। দীর্ঘ সময় অপেক্ষায় থেকে ফেরিতে উঠতে হচ্ছে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম বলেন, ১৮টি ফেরি দিয়ে যানবাহন পার হচ্ছে। পাটুরিয়ায় ২ শতাধিক পণ্যবাহী ট্রাক, দেড় শতাধিক যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি অপেক্ষায় রয়েছে।