দ্বিতীয় দিনের মতো রেকর্ড সংখ্যক করোনা সংক্রমণ শনাক্ত হলো ইউরোপে
- আপডেট সময় : ০১:৫১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
দ্বিতীয় দিনের মতো রেকর্ড সংখ্যক করোনা সংক্রমণ শনাক্ত হলো ইউরোপে। বুধবার ৮ লাখ ৫৮ হাজারের মতো মানুষের শরীরে মিললো করোনাভাইরাস। মহামারির দু’বছরে, ১ দিনে রেকর্ড দুলাখের ওপর সংক্রমণ শনাক্ত হলো ফ্রান্সে। এরপরই, সর্বোচ্চ ১ লাখ ৮৩ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে ব্রিটেন। এছাড়া প্রতিবেশী দু’দেশ স্পেন ও ইতালিতেও সংখ্যাটি লাখ ছাড়িয়েছে। এদিকে, ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্টে ভেঙে পড়তে পারে স্বাস্থ্য ব্যবস্থা। এমন ভয়াবহ আশঙ্কার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বছরঘুরে আবারও মহামারির দাপটে নাকাল ইউরোপবাসী। একদিনে সর্বোচ্চ প্রাণহানি দেখেছে পোল্যান্ড। বুধবারই দেশটিতে করোনায় মারা গেছেন ৮০০ এর কাছাকাছি মানুষ। এছাড়া জার্মানিতে ৩৮১ জন ও ইউক্রেনে ৩০৭ জনের মৃত্যু হয়েছে। এক রিপোর্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে কোভিডের সব ভ্যারিয়েন্টের সংক্রমণ ৫৭ শতাংশ বেড়েছে
এছাড়াও ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্টে একযোগে রেকর্ড সংখ্যক সংক্রমণ হতে পারে। আছড়ে পড়তে পারে সুনামির মতো। ভেঙে পড়তে পারে স্বাস্থ্য ব্যবস্থা। বুধবার এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম।
তিনি আরও জানান ডিসেম্বরের শেষ সপ্তাহেই বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক মানুষের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।
২০২০ সালের মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা মহামারি ঘোষণা করার পর এটাই সর্বোচ্চ।