দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভা নির্বাচনের ভোটপর্ব শুরু
- আপডেট সময় : ০১:১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভা নির্বাচনের ভোটপর্ব শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঝুঁকিপূর্ণ ১৬টিতে বাড়তি নিরাপত্তা দিতে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় চার পৌরসভার মেয়র পদে ভোট হচ্ছে না। একজন মেয়রপ্রার্থী মারা যাওয়ায় নীলফামারীর সৈয়দপুর পৌরসভারও ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।
নোয়াখালীর চৌমুহনী ও বসুরহাট পৌরসভায় ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে রয়েছে পুলিশ, বিজিবি ও আনসার ৪শ’ সদস্য। এছাড়া দায়িত্ব পালন করছে বিজিবি ৪ প্লাটুন, পুলিশের মোবাইল টিম ৯টি, স্ট্রাইকিং টিম ২টি, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ জন। গাজীপুরের শ্রীপুর পৌরসভার সবগুলো কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ সদর ও কুলিয়ারচর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিশোরগঞ্জ পৌরসভার ২৮টি ও কুলিয়ারচর পৌরসভার ১২টি ভোট কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হচ্ছে। এদিকে, প্রথমবারের মতো কুলিয়ারচরে ভোট হচ্ছে ইভিএমে। কুষ্টিয়া পৌরসভায় আগের দিন ব্যালটবাক্স ও সীলসহ নির্বাচনী সামগ্রী বিতরণ করা হলেও ব্যালট দেয়া হয় আজ সকালে। কুষ্টিয়ার রিটানিং কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে ভোট গ্রহনের দিন সকাল ৭টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে দেন।