দ্বিতীয় ধাপে পৌর নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু
- আপডেট সময় : ০৫:৪৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু। কুষ্টিয়া সদর, গাইবান্ধা ও নেত্রকোনার দুটি উপজেলার প্রার্থীরা প্রতীক বুঝে নেন।
কুষ্টিয়া সদর পৌর সভার মেয়র প্রার্থী ৩ জন, ২১টি ওয়ার্ডের ১৫৩ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র কিনেছেন। বাকি ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা প্রতিক বুঝে নেন আজ।
গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে ৮ জন, সংরক্ষিত মহিলা পদে ১৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন মনোনয়ন পত্র নিয়েছেন। অপরদিকে, সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে জন ৭ জন, সংরক্ষিত মহিলা পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থীর প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে
দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে নেত্রকোনার দুটি উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সকাল ১১টা থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার হলরুমে কেন্দুয়া ও মোহনগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিল প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।