দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
- / ১৭৫০ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর খাদ্যপণ্য মজুতদারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেয়ার তাগিদ আইনমন্ত্রী আনিসুল হকের। মামলা জট কমাতেও ডিসিদের সহযোগিতা চেয়েছেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনে এসব কথা জানান তারা।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনে, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, আইন, মুক্তিযুদ্ধ, তথ্য ও সম্প্রচার, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে নানা দিক-নির্দেশনা দেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। পরে গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বলেন, সীমান্তের প্রাণহানিকে হত্যা হিসেবে দেখা যাবে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সরকারের বড় চ্যালেঞ্জ মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী মাঠ পর্যায়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়ার কথা জানান। তিনি বলেন জঙ্গীদের আদালতে আনা নেয়ায় ঝুঁকি থাকায় ভার্চুয়াল কোর্টের বিষয়েও আলোচনা হয়েছে।
নিত্যপণ্যের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে মজুদদারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেয়ার জন্য ডিসিদের তাগিদ দেয়ার কথা জানান আইনমন্ত্রী। গুজব প্রতিরোধে ৪টি বিষয়ে কাজ করতে ডিসিদের পরামর্শ দেয়া হয়েছে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী। রাজাকারের দু’ধরণের তালিকা প্রণয়ন করা হচ্ছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। গুজব ছড়াচ্ছে-এমন অনিবন্ধিত অনলাইন পোর্টাল স্টিমলাইন করা হচ্ছে বলে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।