দ্রুতই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি নতুন মোড় নিতে পারে বলে আশংকা
- আপডেট সময় : ০২:২১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ২৭তম দিন আজ। রাজধানী কিয়েভে চলছে কারফিউ। মিত্রদের কাছ থেকে ইউক্রেনে আসছে একের পর এক অত্যাধুনিক বিধ্বংসী অস্ত্র। রুশ হামলাও জোরদার হয়েছে আরো। দ্রুতই যুদ্ধ পরিস্থিতি নতুন মোড় নিতে পারে বলে আশংকা করছেন অনেকেই।
রাশিয়ার তালিকায়, নতুন করে হামলা চালানো হচ্ছে কৃষ্ণ সাগরের উপকূলীয় অঞ্চল ওডেসায়। এছাড়া স্বাধীন ঘোষণা করা দোনেৎসকে দুই দেশের সেনাদের মধ্যে চলছে তুমুল লড়াই। সেখানকার বেশিরভাগ এলাকা রুশপন্থীদের নিয়ন্ত্রণে গেলেও তৎপরতা রয়েছে ইউক্রেন সেনাদের। বন্দরনগরী মারিওপোল দখলে নিতে জোরালো অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। চলছে দফায় দফায় গোলাবর্ষণ।
এরইমধ্যে ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ব্যবহারের অভিযোগ উঠেছে রুশ বাহিনীর বিরুদ্ধে। গেল শনি ও রোববার ইউক্রেনে পরপর দুই দফা বিধ্বংসী হাইপারসনিক মিসাইল হামলা চালিয়ে কিয়েভের একটি অস্ত্রাগার ও জ্বালানি ডিপো গুঁড়িয়ে দেয় রুশ সেনারা।
শক্তিশালী রুশ বাহিনীর সাথে যুদ্ধে টিকে থাকতে ইউক্রেনে আরও বিপুল পরিমাণ অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যা আগের দেয়া অস্ত্রগুলোর চেয়েও বেশি বিধ্বংসী। তবে টানা হামলার মধ্যে এসব অস্ত্রের চালান সংগ্রহ এবং বণ্টন জেলেনস্কি প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
এদিকে, ন্যাটোর সদস্যপদ না চাওয়ার বিনিময়ে যুদ্ধবিরতি চান ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্ক। যুদ্ধবিরতি, রুশ সেনা প্রত্যাহার ও নিরাপত্তা নিশ্চিত নিয়ে আলোচনা করতে প্রস্তুত ইউক্রেন। সোমবার রাতে এক টেলিভিশন চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা জানান।
যুদ্ধ বিদ্ধস্ত খারকিভে যেকোনো সময় আবারও মিসাইল হামলা হতে পারে জেনেও স্কুল সংস্কার করছেন স্থানীয় অভিভাবকরা। স্কুল পরিচালক বলেন, ১ সেপ্টেম্বর থেকে স্কুলে পাঠদানের উপযুক্ত করার লক্ষ্যে কাজ চলছে। এর মধ্যে রুশ বাহিনীকে নতুন করে আর হামলা না চালানোর অনুরোধও করেছেন তারা।
এদিকে নিজ প্রতিষ্ঠানের সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা অবিলম্বে শক্তিশালী করতে মার্কিন ব্যবসায়ী নেতাদের সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন-রাশিয়া ইস্যুতে সোমবার ব্যবসায়ীদের সঙ্গে ত্রৈমাসিক গোলটেবিল সভায় এমন সতর্কবার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাপান, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে গঠিত কোয়াড জোট নিয়েও কথা বলেন বাইডেন।