ধরলা নদীর তীব্র ভাঙ্গনে বিলীন হচ্ছে কুড়িগ্রামের ঘর-বাড়ি ও ফসলি জমি
- আপডেট সময় : ০৫:৩২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
- / ১৮২৪ বার পড়া হয়েছে
শুকনো মৌসুমেও ধরলা নদীর তীব্র ভাঙ্গনে বিলীন হচ্ছে কুড়িগ্রাম সদরের চর সিতাইঝার গ্রামের ঘর-বাড়ি ও ফসলি জমি। গত ৩ সপ্তাহের ভাঙ্গনে অন্তত: ৫০টি পরিবার বসত ভিটা হারিয়ে নি:স্ব হলেও মিলছে না ভাঙ্গন রোধে প্রতিকার। তবে ধরলার চলমান ভাঙ্গন রোধ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
এভাবেই একের পর এক ভেঙ্গে পড়ছে ধরলা নদীর পাড়। কেউ সরিয়ে নিচ্ছেন ঘর-বাড়ি, কেউ কেটে নিয়ে যাচ্ছেন জমির কাঁচা ধান। নদীতে তেমন পানি না থাকলেও সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝার এলাকায় তীব্র ভাঙ্গনের কবলে বাসিন্দারা। ধরলার বাম তীরে প্রায় দেড় কিলোমিটার এলাকার চিত্র একই রকম।
ভাঙ্গনে নি:স্ব হওয়া পরিবারগুলো পাচ্ছে না স্থায়ী ঠিকানা, দিন কাটছে দু:শ্চিন্তায়। এ অবস্থায় ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তাদের।
ভাঙ্গনের কথা স্বীকার করে সংশোধিত প্রকল্পের আওতায় ব্যবস্থা গ্রহণের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড।
জেলাল ফুলবাড়ী, রাজারহাট ও সদর উপজেলার উপর দিয়ে ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে ধরলা নদী। এরমধ্যে দুই পাড়ের প্রায় ১৭ কিলোমিটার তীর রক্ষা ও ৩৩ কিলোমিটার বাঁধ মেরামতের কাজ চলছে। ৫৯৫ কোটি টাকা ব্যয়ে কাজ শেষ হয়েছে প্রায় ৬৫ ভাগ।