ধর্মভিত্তিক রাষ্ট্রে পরিণত করে পরাজিত শক্তির এজেন্ডা বাস্তবায়নই ছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার লক্ষ্য
- আপডেট সময় : ০৮:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ আগস্টের নৃশংসতা না ঘটলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বের কাছে সর্বোচ্চ মর্যাদার আসনে উন্নীত হতো। তিনি বলেন, বাংলাদেশকে ধর্মভিত্তিক রাষ্ট্রে পরিণত করে পরাজিত শক্তির এজেন্ডা বাস্তবায়নই ছিল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মূল লক্ষ্য। শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রথমবারের মতো শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দিলো সরকার। উপলক্ষ্য বঙ্গবন্ধুর বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে এ আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালী অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে সাতটি ক্যাটাগরিতে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুইটি প্রতিষ্ঠানকে পুরস্কারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেয়া হয়।
একটি জাতিকে স্বাধীনতার গৌরব এনে দেয়ার মহান কারিগর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা জাতির জন্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন সরকার প্রধান।
এসময় বঙ্গবন্ধু কন্যা তার ভাই সংস্কৃতিমনা শেখ কামালের সাংগঠনিক দক্ষতা আর দেশপ্রেমের কথা স্মরন করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
ক্রীড়া দিয়েই যুব সমাজ সুস্থ ও গঠনমূলক জীবন গড়ে তুলবে, বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদাকে আরো সমুন্নত করবে এমন আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বিশেষ দিনটি উপলক্ষে স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।