ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয় : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৬:৪৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম নিয়ে আর কোন সহিংসতা যেন না ঘটে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। তিনি আরো বলেন, এ দেশের সব ধর্ম ও শ্রেনীর মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে সেটাই সরকারের লক্ষ্য। শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করার পরিকল্পনা ও খুনীদের সাথে জিয়াউর রহমান প্রত্যক্ষ্যভাবে যুক্ত।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ ছেলে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালী যোগ দেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। প্রথমে দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা বক্তব্য রাখেন।
এরপর বঙ্গবন্ধুকন্যা তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করার পরিকল্পনা ও খুনীদের সাথে জিয়াউর রহমান প্রত্যক্ষ্যভাবে যুক্ত ছিলেন।
অসাম্প্রদায়িক চেতনার দেশে ধর্ম নিয়ে বাড়াবাড়ি ও সহিংসতা বন্ধে সবাইকে সতর্ক থাকতে বলেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুকন্যা বলেন, কোন শিশু যেন অকালে প্রাণ না হারায়, সেদিকে লক্ষ্য রেখেই ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার।