ধর্ষণসহ নারী নির্যাতনের সব মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে : অ্যাটর্নি জেনারেল

- আপডেট সময় : ০৬:৫২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ধর্ষণসহ নারী নির্যাতনের নতুন-পুরনো সব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বিচার বিভাগের মামলা জটকেই আগামী দিনের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। রোববার দায়িত্ব গ্রহণ শেষে গণমাধ্যমের কাছে এ মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তিনি আরো জানান, একইসঙ্গে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন তিনি এবং অনুসরণ করবেন প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের রেখে যাওয়া দৃষ্টান্ত। এদিকে, নতুন এটর্নী জেনারেল নিয়োগের পর পদত্যাগ করেছেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল- অ্যাডভোকেট মুরাদ রেজা ও অ্যাডভোকেট মমতাজউদ্দিন ফকির।
প্রথমবার অফিসে এসে এভাবেই ফুলেল ভালবাসায় সিক্ত হন বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি হিসেবে নিয়োগ পাওয়া সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।
এরপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মামলা জটকে আগামী দিনের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরো জানান, নারী নির্যাতনের মামলার দ্রুত নিষ্পত্তিতে উদ্যোগ নেবে অ্যাটর্নি অফিস।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে মমতাজ উদ্দিন ফকির ও মুরাদ রেজার পদত্যাগকে একটি চলমান ঘটনা বলেই মনে করেন রাষ্ট্রের নতুন এই সর্বোচ্চ এই আইন কর্মকর্তা।