ধর্ষণের অভিযোগে নেপালের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সন্দীপ লামিচানে নিষিদ্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
ধর্ষণের অভিযোগে নেপালের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সন্দীপ লামিচানেকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল।
মঙ্গলবার লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন দেশটির ১৭ বছর বয়সী এক কিশোরী। সেই অভিযোগ আমলে নিয়ে দ্রুতই তদন্ত শুরু করে নেপাল পুলিশ। গ্রেফতারি পরোয়ানা জারি করে কাঠমন্ডু জেলা আদালত। তবে সিপিএল খেলতে উইন্ডিজে অবস্থান করায় লামিচানেকে ধরতে প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা নিতে প্রস্তুত নেপাল পুলিশ। গেল ২১ আগস্ট নাগরকোটের এক হোটেলে ১৭ বছর বয়সী ওই কিশোরীকে ধর্ষণ করেন লামিচানে। হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপচ্যাটে বন্ধুত্বের পর কৌশলে এই ধর্ষণকাণ্ড ঘটান লামিচানে।