ধর্ষণের অভিযোগে পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:৩৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
রাজশাহীর পুঠিয়ায় এক নারীকে ধর্ষণের অভিযোগে পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুনকে গ্রেপ্তার করেছে বরগুনা সদর থানা পুলিশ। আল মামুন পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
সকালে বরগুনার ক্রোক স্লুইস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত বছরের এপ্রিল মাসে চাকরির জন্য মেয়রের কাছে যান স্থানীয় এক কাঠ ব্যবসায়ীর মেয়ে। এরপর বিভিন্ন প্রলোভনে মেয়র মামুন নিয়মিত শারীরিক সম্পর্ক তৈরি করেন। এক পর্যায়ে অনৈতিক কাজে জড়াতে আপত্তি জানালে মেয়র আল মামুন ওই তরুণীকে বিয়ের প্রলোভনে আরও কয়েকবার ধর্ষণ করেন। সম্প্রতি মেয়র তাকে চাকরি বা বিয়ে করবে না বলে জানিয়ে দেন। বিষয়টির প্রতিবাদ করায় মেয়রের সন্ত্রাসী বাহিনীর লোকজন তরুণীকে প্রাণনাশের হুমকি দেয়। পরে মেয়রের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়। ঘটনার পর থেকে মেয়র আল মামুন পলাতক ছিলেন। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ জানান, পুঠিয়া থানা থেকে তথ্য দেয়া হলে অভিযুক্ত মেয়রকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।