ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের প্রস্তাব নীতিগত অনুমোদন
- আপডেট সময় : ১২:০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধনের প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনমন্ত্রী জানিয়েছেন, কাল এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হবে। ধর্ষণ ও নিপীড়নের বিচার নিশ্চিতের জোরালো দাবির মুখে এই আইন সংশোধন করা হলো।
গেলো দুমাস ধরে দেশের বিভিন্ন জায়গায় নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় প্রতিবাদে ফুঁসছে সারা দেশ। জোরালো হচ্ছে ধর্ষণ আর নারী নির্যাতনের বিচার ও সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি। সেই দাবিতে নড়েচড়ে বসেছে রাষ্ট্রও। আইনমন্ত্রী গেলো বুধবার জানান, জনগণের দাবির মুখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার। এদিকে, আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯৭৫টি ধর্ষণের অভিযোগ এসেছে। অর্থাৎ গড়ে প্রতি মাসে শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। চলতি মাসের প্রথম ১১ দিনেই ৭০টির বেশি ধর্ষণের খবর গণমাধ্যমে উঠে এসেছে। সমাজ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, আইনের কঠোর বাস্তবায়ন, দ্রুত বিচার ও অপরাধীদের ছাড় না দেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। পাশাপাশি বদলাতে হবে বিচারহীনতার সংস্কৃতি এবং পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি।