ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে করা সংশোধিত আইনের প্রজ্ঞাপন জারি
- আপডেট সময় : ১২:০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে করা সংশোধিত আইনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিসভায় অনুমোদন করা এই অধ্যাদেশে আজ সই করেছেন রাষ্ট্রপতি। সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইন সংশোধনের প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়।
সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ সময় তিনি আরো জানান, ১৮০ দিনের মধ্যে মামলার বিচার শেষ করতে হবে। এছাড়া বিচারক বদলি হলেও মামলার ধারাবাহিকতা অব্যাহত রাখার কথাও এই অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। পরে নিজ বাসভ আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে জানান, আইনি প্রক্রিয়া মেনে যত দ্রুত সম্ভব ধর্ষণ মামলা নিস্পত্তি করা হবে। এ সময় আজ মঙ্গলবার এ বিষয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির বিষয়টিও নিশ্চিত করেন তিনি। ধর্ষণ ও নিপীড়নের বিচার নিশ্চিতের জোরালো দাবির মুখে এই আইন সংশোধন করা হয়।