ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন করা হয়েছে
- আপডেট সময় : ০১:৫৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
যে কোন সমস্যা মোকাবিলা করাই সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, সে জন্যই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন করা হয়েছে। সকালে রাজাধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অআন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় দুর্যোগ মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ এখন দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজাধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ মোকাবিলায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, যে কোন ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে সরকার।
এ সময় শুধু প্রাকৃতিক নয়, মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকবিলায়ও তাঁর সরকারের সফলতার কথাও জানান প্রধানমন্ত্রী। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মুজিব শতবর্ষের কর্মসুচি অনুযায়ী সকলকে বৃক্ষ রোপনের আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।