ধর্ষণে ব্যর্থ হয়ে তরুণীকে গলাকেটে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে তানিয়া আক্তার নামে এক তরুণীকে গলাকেটে হত্যার ঘটনায় প্রধান আসামি শাহপরান রুবেলকে গ্রেফতার করেছে রেব।
দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী রেব সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে রেব অধিনায়ক জানান, গেল ১৪ ডিসেম্বর রাতে আইলপাড়ার শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া তানিয়াকে তার বাসায় ধর্ষণের চেষ্টা করে রুবেল। এ সময় তানিয়া একটি ছুরি নিয়ে আত্মরক্ষার চেষ্টা করে। পরে পেছন থেকে জাপটে ধরে ওই ছুরি দিয়ে তানিয়ার পেটে আঘাত করার পর গলাকেটে হত্যা করে পালিয়ে যায় রুবেল। এছাড়া অভিযুক্ত ব্যক্তির একাধিক স্ত্রী ছিল । এর আগেও রুবেল তানিয়াকে বিয়ের প্রস্তাব দেয়, যা প্রত্যাখান করে তার বাবা।